রাতের গল্প

অলংকরণ: মাসুক হেলাল

খুব বেশি বলব না
তবে ভালোবাসি
একান্ত গোপন করে
প্রার্থিত রাতে।
মন পোড়ে
তবে মনের আঙিনাতেই
ঘোরে–ফেরে।
মনজুড়ে নয়
শুধু ঠোঁটের ভাঁজে
ছুঁয়ে থাকে।
প্রগলভ আঙুল জোড়া
তোমার ওষ্ঠদ্বয়ের
স্পর্শ খোঁজে।