স্মৃতির আয়নাতে চিত্রা

চিত্রা নদী দখল করে স্থাপনা নির্মাণ করা হয়েছে। নদীর ভেতর অবাধে ফেলা হচ্ছে ময়লা-আবর্জনাছবি: প্রথম আলো

হায় চিত্রা! কেমন আছ তুমি?
এখনো কি তুমি বয়ে চলো আগের মতোই
সুনসান, নিরিবিলি?
এখনো কি তোমার পাঁজর ভেঙে
ঢেউগুলো ফিরে যায়?

এখনো কি আমায় রেখেছ মনে
সুগভীর নীরবতায়?
এখনো কি তোমার বুকে বাসা বাঁধে
কচুরিপানার ঝাঁক?

এখনো কি তোমার বুক চিরে উড়ে
পানকৌড়ি, সাদা বক?
তুমি কি এখনো আগের মতোই
লাস্যময়ী, দুর্বার?

এখনো কি তুমি ছুটে চল অবিরাম
দূর বহুদূর পারাবার?
এখনো কি তোমার দেহের বাঁকে
যৌবন ছল ছল?

তুমি কি এখনো গান গাও
সুর তোলো কলো কলো?
এখনো কি তোমায় খুঁজে পাব
সেই রঘুনাথপুর খেয়াঘাট?
এখনো কি বসে তোমার সকাশে
শুলপুরের ছোট হাট?