জীবনকথন
কেউ ছিল না, কেউ থাকেনি
সমস্তটাই রয়ে গেছে ভাবনার অন্তরালে—
জীবনের রং তো শুধুই
সাদা-কালো মাত্র।
যে রং ঘুরেফিরে আসে বারংবার।
সেখানে ফুরোয় পথ
শুরু হয় অন্তিম এক যাত্রা
নামহীন এক গন্তব্যের উদ্দেশে।
কোথাও খুঁজে পাওয়া যায় না যার সীমা–পরিসীমা,
এ যেন কেবলই অদৃশ্য এক মরীচিকা!
তিনটি অক্ষরে আবদ্ধ সে নাম—
জীবন!