ঋতু পরিক্রমায় বৈশাখ
ঋতু পরিক্রমার পথ চুকিয়ে তপ্ত বৈশাখ—
ঐতিহ্য ও সংস্কৃতির বার্তাবাহক বাঙালিয়ানা,
গ্রামগঞ্জ পেরিয়ে শহর-বন্দরের দোরগোড়ায় মূর্তিমান।
বয়সী বটতলা কিংবা নদীর তীরে সমারোহে
নাগরদোলা, পুতুলনাচ আর নানান পসরার ডালি,
মুড়িমুড়কি, মাটির হাঁড়ি-পাতিল, টেপাপুতুল।
আবালবৃদ্ধের অপূর্ব মিলনমেলা—
কথার ফুলঝুরিতে গমগম সুর তুলে রোদেলা দুপুর,
পাতার বাঁশির সুরে উদাসী মন পাড়ি জমায় দিগন্ত ছাড়িয়ে।
কারুকার্য-শোভিত ঘুড়ির রঙিন আলপনা—
কিশোর-কিশোরী মন ভেসে বেড়ায় স্বপ্নভেলায়,
বিচিত্র খাবারের ম ম গন্ধ বাতাসের আবডালে।
সারা দিনের ক্লান্তির অবসানে ঘরমুখো মানুষ—
বাংলার পথঘাট সেজে ওঠে মানুষের পদচারণে,
গল্পের রেশ ফুরাবার নয় কোনো পথের সীমানায়।
ঘরে ঘরে উৎসবের আয়োজন—
রসনাবিলাসী বাঙালির মনে আনন্দের জোয়ার,
উৎসবের যবনিকার তীর ভাঙে বাঙালির পয়লা বৈশাখ।