মান বাঁচাতে মনের মৃত্যু

অলংকরণ: আরাফাত করিম

এক টুকরো কাগজের ভাঁজে, হাতের তালুতে পিষে
দুমড়েমোচড়ে সজোরে ছুঁড়ে দিলে আমার প্রেম;
ক্ষতবিক্ষত লেখাগুলো বিষাক্ত সূচের ন্যায় বিঁধে
বারবার, কষ্টে কালো নীল রক্তাক্তে আহত হৃদয়
কী করে মেনে নেয়? ‘দুঃখিত, ভুলে যাও আমায়।’

উদাসী হাওয়ায় ঝুলন্ত আকাশকে বলেছি—
বরফ গলা জলের হাজার সমুদ্র দেখেছি—
জেগে ওঠা জলে আকাশ ছোঁয়া পাহাড় কেন কাঁদে?
কমুঠো মাটি দিয়ে হয়তো দেহের সমাধি হয়, কিন্তু—

অর্জিতা, তুমি কি জানো—মনের সমাধি হয় কিসে?
মুখে বলা আর কাগজে দুলাইন লিখে যদি—
মিটমাট হতো সবকিছু, তবে ভালোবাসার অস্তিত্ব বলতে
পৃথিবীতে থাকত শুধুই প্রাণহীন মৃতের ধ্বংসস্তুপ