যাত্রা
আমাদের দেখা হবে শয়নে, স্বপনে
দেখা হবে হেমন্তের ঝরাপাতার গানের সুরে
দিনের আলো নিভে গেলে
রাতের চাঁদ হবে তুমি।
আমাদের দেখা হবে—
পৃথিবী থেকে তোমাকে দেখে
তোমার চোখে চোখ রেখে
আলাপ হবে জীবনের সমস্ত কিছু নিয়ে
কথা হবে, অনন্তলোকে যাত্রা হলে
তোমাকে আমি নিজের করে পাব বলে।