দিঘল রাত

নীলাকাশে নিজের রূপ মেলে ধরে উঠেছে পূর্ণিমার চাঁদ। এই পূর্ণিমাকে ‘চৈতি পুনম’ও বলা হয়। বাংলা নববর্ষের প্রথম পূর্ণিমা হিসেবে এর বেশ তাৎপর্য রয়েছে। চৈত্র পূর্ণিমার চাঁদকে গোলাপি চাঁদ বা পিঙ্ক মুনও বলা হয়ছবি: হাসান মাহমুদ

এসো তবে চৈত্রের ভরা চাঁদনিরাতে
এসো উষ্ণ আলিঙ্গনে জোছনা গায়ে মেখে
এসো সকল দ্বিধা ভুলে মাতি উন্মত্ত প্রেমে
দিঘল রাতের মধুর আয়োজনে
এসো আদিম উল্লাসে মিলে যাই
যেন এক মোহনায় দুটি নদী এসে মিলে যায়
ফেনিল স্রোতোধারায়, চৈত্রের ভরা পূর্ণিমায়।