মনে রেখো সখী

গত ১ সেপ্টেম্বর ছিল বিশ্ব চিঠি দিবস। এ উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভা আয়োজন করে বন্ধুদের চিঠি লেখা প্রতিযোগিতা। সেখান থেকে নির্বাচিত চিঠিগুলো পাঠকদের জন্য প্রকাশ করা হলো।

অলংকরণ: মাসুক হেলাল

প্রিয় সখী,

আমার কথা কি মনে আছে? শেষ দেখা হয়েছিল সুদীর্ঘ অর্ধযুগ পূর্বে স্কুলের কোনো এক বসন্তবরণ উৎসবে। সেই থেকে কত বসন্ত পার করলাম, কিন্তু তোমার দেখা নেই। হঠাৎ বললে বিদেশে যাবে। করবে বিয়ে, পড়বে বিদেশে, থাকবে টোনা আর টুনি এই দেশ থেকে বহু দূরে। হয়তো আরও কয়েক যুগ দেখতে পাব না তোমায়।

তুমিও হয়তো ভুলে যাবে আমায়। তবু মনের কোনো এক কোণে থাকবে তুমি আজীবন। আশা আছে, দেখা হবে কোনো এক কালে। দিন নেই, ক্ষণ নেই, ঠিক চিনে নেব তোমাকে। কিন্তু তুমি কি আমাকে চিনতে পারবে?

যদি পারো, মনে রেখো এই সখীরে। দেখা হবে কোনো এক অচেনা বিকেলে। হোক দেশে, হোক বিদেশে; পাঠিয়ো তোমার সন্দেশ। রইব আমি অপেক্ষায়, ওহে সখী রে।
আমায় মনে রাখবে তো সখী?

ইতি,
তোমার সখী

বন্ধু, জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভা