কে তুমি
আকাশজুড়ে কালো মেঘের ঘনঘটা
চারিদিকে ঝোড়ো বাতাস,
বন্ধ জানালার ছোট্ট ফাঁক দিয়ে দেখছি
কে যেন কৃষ্ণচূড়াগাছটার নিচে নীল ছাতা নিয়ে দাঁড়িয়ে!
মনের ভেতর প্রশ্ন জাগে—
কে তুমি?
পুরোনো সেই লাইব্রেরিতে, মোমবাতির ক্ষীণ আলোয়
দক্ষিণ দুয়ারে দাঁড়িয়ে
অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখি—
কে যেন হুমায়ূন আহমেদের বইয়ে মুখ গুঁজে আছে!
আবারও প্রশ্ন জাগে মনে—
কে তুমি?
অমাবস্যার নীরব রাত, নিস্তব্ধ আঁধারপথ
ভয় আর সাহস মিশিয়ে হাঁটছি।
কে যেন হাতটা ধরে বলছে চলো, এগিয়ে দিই
হৃদয়জুড়ে আবার প্রশ্ন জাগে—
কে তুমি?