তিন শূন্যের বাংলাদেশ

বাংলাদেশের পতাকাফাইল ছবি

এসো হাতে রেখে হাত
গড়ি তিন শূন্যের বাংলাদেশ,
যেখানে দারিদ্র্য নিঠুর বেকারত্ব
কোনো দিন করবে না প্রবেশ।
যেখানে আকাশ নীল ডানা মেলে
সবুজ ছোঁয়ায় প্রাণের উচ্ছ্বাস,
যেখানে হবে না কার্বন নিঃসরণ
বায়ুর কাছে রবে নির্মল বিশ্বাস।
শূন্য দারিদ্র্যে শূন্য হাহাকার
নতুন ভোরে উঠবে সংস্কার,
শ্রমে ঘামে গড়া এক বাংলাদেশ
স্বপ্ন যেখানে রঙিন কবিতার।
শূন্য বেকার কাজের প্রত্যয়ে
শক্ত হাতে গড়ে জীবন,
অবহেলা নয়, সবাই সমান
থাকবে না দারিদ্র্য তখন।

স্বপ্ন রচিতে এগিয়ে চলো
স্বপ্ন চরণে মানব দর্পণ,
তিনটি শূন্যের জয়যাত্রায়
সৃষ্টি করি নতুন জীবন।
গড়ি তিন শূন্যের বাংলাদেশ
এসো, এসো রাখি হাতে হাত,
দারিদ্র্য যেখানে থাকবে না আর
জাগবে সূর্যি জাগা প্রভাত।
নতুন ভোরে ফুটবে নব আলো
সবার হাতে রবে কাজ,
পরিশ্রম হবে নব পরিচয়
এই প্রত্যয়ে জ্বলুক আলো আজ।
এসো, এসো রাখি হাতে হাত,
গড়ি তিন শূন্যের বাংলাদেশ।
স্বপ্ন, স্বাদ আর আহ্লাদ মিলে
আলোক ধারায় মহা আদেশ!