প্রিয় নৃ,
দীর্ঘদিন পর তোমায় লিখছি। অনেকটা সময় পার হয়ে গেছে, আমি সব কাজ থেকে হাত গুটিয়ে ছিলাম। সকালে অফিস যাওয়া আর রাতে বাসায় ফেরা—এই গোলকধাঁধার চক্করে আটকে গিয়েছিলাম মাস দুয়েক।
ঢাকায় এত দ্রুত শীত নামবে কখনো ভাবিনি। বাসে জ্যাম ঠেলে এসে মিরপুরের ফুটপাতে মানুষের জ্যাম ঠেলে বাসায় ফিরি প্রতিদিন। দুই পাশে হকারদের রাজত্ব। খুব করে মেজাজ খারাপ হয় আজকাল।
তোমাকে তার গল্প শোনানোর কথা। সুযোগই হয়ে উঠছে না। অবশ্য সুযোগ হচ্ছে না বললে ভুল হবে, আমিই এড়িয়ে যাচ্ছি। কখনো কখনো কিছু বলার থাকে না। এড়িয়ে যেতে ইচ্ছে করে। যেভাবে নিখুঁত অবহেলায় এড়িয়ে যেতে পারে সে।
শীতের সকালে আলসেমি বেড়ে গিয়েছে। বিছানা ছাড়তে কষ্ট হয়। এই শীতে ভাস্কর হয়তো লিখত, ‘শীতকাল চলে এসেছে সুপর্ণা, আমি তিন মাস ঘুমাব...’
ইতি
আমি
মিরপুর ১০, ঢাকা