গবেষণামূলক বই হরপ্রসাদ শাস্ত্রীর ‘বৌদ্ধধর্ম’

হরপ্রসাদ শাস্ত্রী (৬ ডিসেম্বর ১৮৫৩—১৭ নভেম্বর ১৯৩১)প্রতিকৃতি এঁকেছেন মাসুক হেলাল
হরপ্রসাদ শাস্ত্রীর ‘বৌদ্ধধর্ম’ বইটি অনেক তথ্যবহুল। বৌদ্ধধর্মের অনেক খুঁটিনাটি বিষয় সম্পর্কে তথ্য দেওয়া আছে। অনেক অজানা তথ্যের বিশ্লেষণমূলক উপাদান পাওয়া যায় এতে।

বাংলা সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ গ্রন্থ ‘চর্যাপদ’-এর আবিষ্কারক হরপ্রসাদ শাস্ত্রীর নামটি বাঙালিদের কাছে সুপরিচিত। তিনি সংস্কৃত ভাষায় পড়াশোনা করে শিক্ষকতা পেশায় দীর্ঘদিন যুক্ত ছিলেন। এ ছাড়া বিভিন্ন গবেষণার কাজে জীবনের দীর্ঘ সময় ব্যয় করেছেন। বৌদ্ধধর্ম নিয়েও গবেষণা করেছিলেন, যার ফলস্বরূপ রচনা করেন ‘বৌদ্ধধর্ম’ বইটি।

বৌদ্ধধর্মের অনেক অজানা প্রশ্নের উত্তর পাওয়া যাবে এই বইয়ে। তিনি অনেক জায়গায় ঘুরে, নানা মতের ভিন্ন ভিন্ন লোকের সঙ্গে কথা বলে এবং বহু বই বিশ্লেষণ করে এই বইটি রচনা করেছেন। তথ্যের দিক দিয়ে গুরুত্বপূর্ণ তথ্যের ভান্ডার বলা যায় বইটিকে।

পৃথিবীর সৃষ্টির সেরা জীব মানুষের বসবাসরত পৃথিবীতে নানা ধর্মের স্থান রয়েছে। বিদ্যা, সংস্কৃতি, বিশ্বাস, কর্ম ইত্যাদি নানা বিষয়ের ওপর ভর করে একেকটি ধর্ম বেঁচে থাকে। বৈশিষ্ট্যের দিক দিয়ে একেক ধর্মের রীতিনীতি একেক রকম হলেও এগুলো মানার ক্ষেত্রে মানুষই দৃশ্যমান সর্বশ্রেষ্ঠ প্রাণী। ধর্ম বেঁচে থাকে মানুষের আচরণে, অভ্যাসে, ভক্তিতে, শ্রদ্ধায় আর বিশ্বাসে।

হরপ্রসাদ শাস্ত্রীর লেখা ‘বৌদ্ধধর্ম’ একটি গবেষণামূলক বই। বইটি পড়ে যত দূর বোঝা যায়, এটি লিখতে যত না সময় লেগেছে, তার চেয়ে বেশি সময় লেগেছে তথ্য সংগ্রহ করতে। ভারতীয় উপমহাদেশের বিভিন্ন দেশসহ বিশ্বের অনেক দেশ থেকে নানা উপায়ে তথ্য সংগ্রহ করার পর লেখক বইটি লিখেছেন।

হারিয়ে যাওয়া ইতিহাস, নষ্ট হয়ে যাওয়া পুঁথি, নানা ভাষার নানা রকম গ্রন্থ, মানুষের মুখে মুখে চলমান কাহিনি, ধর্মীয় বিশ্বাস, স্থানীয় লোকজনের জীবনধারণের প্রক্রিয়া, অতীতের বিভিন্ন গবেষকের গবেষণা থেকে অর্জিত ফলাফল, লৌকিক বিশ্বাস, তুলনামূলক ধর্মশাস্ত্র ইত্যাদি নানা কিছু পর্যবেক্ষণের ফল এই বই।

একটি ধর্ম সম্পর্কে জানতে হলে একটা বই যথেষ্ট নয়। তবু হরপ্রসাদ শাস্ত্রীর ‘বৌদ্ধধর্ম’ বইটি অনেক তথ্যবহুল। বৌদ্ধধর্মের অনেক খুঁটিনাটি বিষয় সম্পর্কে তথ্য দেওয়া আছে। অনেক অজানা তথ্যের বিশ্লেষণমূলক উপাদান পাওয়া যায় এতে।

একনজরে
বই: বৌদ্ধধর্ম
লেখক: হরপ্রসাদ শাস্ত্রী
প্রকাশনী: নবযুগ
প্রকাশক: অশোক রায় নন্দী
প্রচ্ছদ: সুখেন দাস
মূল্য: ৩৩০.০০ টাকা

হাজীপুর, নরসিংদী