প্রবাসে ঈদে বন্ধুসভার বন্ধুরাই পরিবার

ঈদের দিনটি গল্প-আড্ডায় কাটিয়ে দেন ভারত বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

স্রোতস্বিনী নদী অবিরাম বয়ে চলে সাগরের পানে। সাগরের সঙ্গে মিলনই যেন তার একমাত্র লক্ষ্য। সেই নদীর কি কোনো কষ্ট আছে? কিংবা আছে কি কোনো ব্যক্তিগত আফসোস উৎপত্তিস্থল?

আমার তো আছে, আমাদের আছে। জীবনের লক্ষ্য অর্জন করতে গিয়ে আমাদের স্বপ্ন বাড়ি যায়নি এবার। এ দুঃখ আমার একান্ত ব্যক্তিগত হলেও আমার মতো দুঃখী আরও অনেকে। এই দুঃখ আমাদের অনেককেই এক সুতোয় বেঁধেছে। যাঁরা জীবনে প্রথমবার কোনো ঈদ পরিবার ও প্রিয়জন ছেড়ে দূর দেশে উদ্‌যাপন করেছেন। পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ বয়ে আনতো অনাবিল আনন্দ। কিন্তু এবারের ঈদ যেন আনন্দ–বেদনার এক অপূর্ব মিশ্রণ।

ঈদের দিন বিকেলে ঘুরতে বের হন সবাই
ছবি: বন্ধুসভা

ঈদ বলতে স্মৃতিপটে ভেসে ওঠে দুরন্ত শৈশবে চাঁদের দেখা পাওয়া, দল বেঁধে আতশবাজি ফাটানো, পরিবারের সবাই একসঙ্গে বসে মন খুলে অট্টহাসি, সালামি, বাবার সঙ্গে ঈদের নামাজ পড়তে যাওয়া, বন্ধুদের সঙ্গে আড্ডা আর আমার শস্য–শ্যামল সবুজের বাংলাদেশ।

এই জরাজীর্ণ যান্ত্রিক জীবনে উৎসব এক স্নিগ্ধ বারিধারা, যা জীবনকে করে তোলে প্রাণবন্ত ফিরিয়ে দেয় গতিময়তা। সবাইকে ঈদের শুভেচ্ছা। ভালো থাকুক দেশ, ভালো থাকুক দেশের মানুষ।

বন্ধু, ভারত বন্ধুসভা