মায়ের কাছে ছেলের চিঠি

অলংকরণ: এস এম রাকিবুর রহমান

শ্রদ্ধেয় আম্মু

আজ রাতটা কেন জানি খুব কষ্টে মোড়ানো। গত সপ্তাহের মাঝের দিবস থেকে তোমার কথা প্রচণ্ডভাবে মনে পড়ছে। কিন্তু ১ হাজার ৭৬১ কিলোমিটার দূরের নগরীতে যে আমার অবস্থান; চাইলেও তোমার চরণে মাথা ঠোকাতে পারব না।

খুব মনে পড়ে মা তোমায়। তোমার দুঃখমিশ্রিত কণ্ঠে বলা প্রতিটা বাক্য খুব পীড়া দেয় মুঠোফোনের এপারে থেকে। খুব ইচ্ছা হয় দুনিয়াবি সব বাধাবিপত্তি ছিন্ন করে তোমার কাছে ফিরে যেতে। কিন্তু সেটা কীভাবে করব, মা! কীভাবে আসব এই বাস্তবতার শিকল ভেঙে; যার পাহারায় ভবিষ্যৎ আছে বাস্তবতা নামক খঞ্জর নিয়ে। যার রক্তিম চাহনি আটকায় তোমার কাছে যাওয়া থেকে।

তোমার প্রতিটা অশ্রুকণা আমাকে বিদ্ধ করে প্রতিক্ষণে। যদি ক্ষমতা থাকত, তাহলে মা আমার শরীরের সমস্ত রক্ত দিয়ে তোমার জন্য একটা জলপ্রপাত সৃষ্টি করতাম। আর সেই জলপ্রপাতে তুমি আমাকে রংধনুর অবয়বে দেখতে পেতে। মা, তুমি বিনা আমার ঠাঁই যে নন্দিত নরকে। খুব ভালোবাসি তোমাকে, মা।

ইতি
তোমার স্নেহের নাজমুস সাকিব

সভাপতি, শারদা বিশ্ববিদ্যালয় বন্ধুসভা, ভারত