কিছুই ভাবছি না তোমাকে নিয়ে, মনকে এমন সান্ত্বনা দিতে দিতে একসময় দেখি সমস্ত নিউরন তোমার অস্তিত্বের দখলে!
আমার স্মৃতিতে অন্য কিছু রাখা যাচ্ছে না। তোমার কত গিগাবাইট স্মৃতি দখল করা শেষ হলে আমি নতুন কিছু ধারণ করতে সক্ষম হবো বলে দিয়ো। তাহলে দায়মুক্ত হব।
বন্ধু, ভৈরব বন্ধুসভা