শতাব্দীর পর শতাব্দী অনাবিষ্কৃত

কিশোর জানতে চায় বিশ্বের সবকিছু, সব অজানা রহস্য ষ অংকন: তুলি

অজানাকে জানার অদম্য ইচ্ছে মানুষের অনন্তকালের;
প্রাগৈতিহাসিক থেকে আধুনিক কালের
ক্রমবর্ধমান সভ্যতার ইতিহাস তারই প্রমাণ।
পৃথিবীর উৎপত্তি জানা,
সৃষ্টির রহস্য উদ্‌ঘাটন,
জিনতাত্ত্বিক বিশ্লেষণ,
প্রত্নতাত্ত্বিক নিদর্শনের তথ্য, আরও কত কী!
অথচ নিজেকে জানার আগ্রহে বিশাল গাফিলতি।
মহাবিশ্ব আবিষ্কার করে এসেও
নিজেকে অনাবিষ্কৃত থেকে যায় শতাব্দীর পর শতাব্দী।