অণুকাব্য

অলংকরণ: আরাফাত করিম

এক.
হঠাৎ একজন এল,
হৃদয়ে লম্বা একটা দাগ টেনে দিল—
তারপর নিঃশব্দে চলে গেল!

দুই.
প্রজাপতির মতো উড়ে এসে,
মাঝেমধ্যে সে খোঁজ নিতে আসে।

তিন.
এই পথ গেছে,
তোমার পথের পিছে।

চার.
আর কতটা পথ দিলে পাড়ি,
দেখব তোমার লাল শাড়ি?

পাঁচ.
তুমি ভেজা চুলের বাঁধন খুলে,
বারান্দায় এসো মনের ভুলে।