আমার প্রতিদ্বন্দীরা
কবিতাটি ২০২৪ সালের জুনে প্রকাশিত বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের ‘তারুণ্য’ ম্যাগাজিনের দশম সংখ্যা থেকে নেওয়া।
সেদিন রাতের আকাশ দেখতে গিয়ে তোর সাথে পরিচয়...
ভরা জ্যোৎস্নায় তারাগুলো খুব পরিষ্কার দেখা যাচ্ছিল না যদিও...
হঠাৎ তুই সামনে এসে পড়লি
মেজাজ দেখিয়ে বললি—
‘তারা দেখতে কেউ এমন আলো ভর করা রাতে আসে নাকি!
যা নিজের জন্য আলাদা জায়গা খুঁজে নে...’
বোকা বোকা লাগল
বললাম, এতটা দিন তো অন্ধ অশরীরী হয়েই ঘুরেছি...
অমনি তুই পথ বলে দিলি
বলে দিলি ইচ্ছে করলেই কী করে তারাগুলোকে দেখা যায়!
ভরা জ্যোৎস্নায় আকাশে চোখ মেলে তাকালাম
ফিরে দেখি—
তুই নেই
তারপর আর তারা দেখা হয়নি কখনো
শুধু তোকে দেখার আশায় দুচোখ আবার অন্ধ করে নিয়েছি!