ঈদে ‘মেঘমালা দ্বীপের রহস্য’—মৃন্ময় অমিতের রোমান্টিক থ্রিলার
ঈদ উৎসবে দর্শকদের জন্য নতুন চমক নিয়ে আসছেন ঢাকা মহানগর বন্ধুসভার বন্ধু তরুণ অভিনেতা মৃন্ময় অমিত। রহস্য, রোমাঞ্চ আর ভালোবাসার মিশেলে নির্মিত রোমান্টিক থ্রিলার ‘মেঘমালা দ্বীপের রহস্য’ মুক্তি পাচ্ছে ঈদের তৃতীয় দিন। মুনলাইট এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত এই বিশেষ ফিকশনটি পরিচালনা করেছেন মুস্তাফা তারিক হাদী আর চিত্রনাট্য ও গল্প রচনা করেছেন রাইয়ান খান।
ফিকশনটির গল্প আবর্তিত হয়েছে ‘মেঘমালা দ্বীপ’ নামক এক রহস্যময় স্থানকে ঘিরে। একদল তরুণ-তরুণী সেখানে আনন্দভ্রমণে গিয়ে একের পর এক রহস্যজনক ঘটনার মুখোমুখি হয়। তিন যুবতী ও পাঁচ যুবকের দলটি যখন আনন্দে মেতে ওঠে, তখনই অজানা বিপদের ছায়া ঘনিয়ে আসে তাদের জীবনে।
শুটিং লোকেশন হিসেবে বেছে নেওয়া হয়েছে কক্সবাজারের টেকনাফ উপকূলবর্তী শাহ পরীর দ্বীপ। এই প্রথমবারের মতো ওই অঞ্চলে একটি পূর্ণাঙ্গ রহস্য-রোমান্স ফিকশন নির্মিত হলো, যা দর্শকদের জন্য এক নতুন অভিজ্ঞতা হয়ে উঠবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এই নতুন কাজ নিয়ে মৃন্ময় অমিত দারুণ উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘এটি একেবারেই ব্যতিক্রমধর্মী গল্প। শুটিং করতে গিয়ে চমৎকার অভিজ্ঞতা হয়েছে। দর্শকেরা কাজটি উপভোগ করবেন বলে আমার বিশ্বাস।’
নাটক, ওয়েব ফিল্ম থেকে শুরু করে বিজ্ঞাপন—সব মাধ্যমেই নিজের প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন মৃন্ময় অমিত। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি বলেন, ‘আমি অভিনয় নিয়েই বেশি ভাবছি। ভালো গল্প ও চরিত্র নিয়ে কাজ করতে চাই। যদি কোনো পরিচালক আমাকে নিয়ে কাজ করতে আগ্রহী হন, অবশ্যই সাড়া দেব।’
এর আগে ‘রাইটার’, ‘কাল্পনিক’, ‘ভালোবাসার বিয়ে’সহ একাধিক জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন মৃন্ময়। পাশাপাশি বিভিন্ন মিউজিক ভিডিও ও ব্র্যান্ডের বিজ্ঞাপনেও তাঁকে দেখা গেছে।
‘মেঘমালা দ্বীপের রহস্য’ কেমন হতে যাচ্ছে, সেটি জানতে অপেক্ষা করতে হবে ঈদের তৃতীয় দিন পর্যন্ত! দর্শকদের জন্য এটি কতটা রহস্যময় ও রোমাঞ্চকর হবে, সেটাই এখন দেখার বিষয়।