বিচিত্র জীবন
জীবনে অনেক টালমাটাল সময়ের সঙ্গী কবিতা;
ছন্দহীন কাব্য, প্লটবিহীন গল্প কিংবা অযাচিত উপন্যাসের ভিড়ে লেখারা অসম্পূর্ণ,
মস্তিষ্ক ক্লান্ত।
অবাধ্য মায়াবী মন তবু অধীর—অপেক্ষারত।
বইয়ের পাতায় মুখ গুঁজে পার করে দেওয়া অজস্র নিঃসঙ্গ কিংবা উদ্ভ্রান্ত প্রহর—
মাঝে মাঝে মনে হয়, এই কি জীবন?
কোনো কোনো জীবন এমনো হয়!
কারও কারও জীবন শুধুই সময়ের অপচয়।