এক কোটি অবুঝ প্রেম তোমাকে দিলাম

কবিতাটি ২০২৪ সালের জুনে প্রকাশিত বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের ‘তারুণ্য’ ম্যাগাজিনের দশম সংখ্যা থেকে নেওয়া।

অলংকরণ: আপন জোয়ার্দার

এক কোটি অবুঝ প্রেম তোমাকে দিলাম।

অবুঝ বলার পেছনে হাজারটা কারণ আছে। সেসব কারণ বাঁ পাশে সরিয়ে প্রতিবার তোমার প্রেমে পড়ি।

সকালে হয়তো ঘুম থেকে উঠে তোমার কণ্ঠ শুনতে পারলে ভালো লাগত। কিংবা তুমি কথার পরশে রাতে গভীর নিদ্রায় আমাকে স্বপ্নালোকে নিয়ে যেতে পারতে। তবু তোমাকে না শুনেই প্রতিবার তোমার প্রেমে পড়ি।

ধোঁয়ায় তোমার ঘ্রাণ খোঁজার চেষ্টা করি। ভূলোক–দ্যুলোক পার হয়ে তোমার চিন্তায় নিমজ্জিত মন।

রাস্তার পাশে সারি সারি স্ট্রিটলাইটের আলোয় তোমাকে খুঁজি। যদিও ইডেনের বাইরে তোমার গা ঘেঁষে বসার সুযোগ কখনো হয়নি।

কোনো বর্ষায় কদমগুচ্ছ হাতে কলেজগেটের বাইরে তুমি কখনো আসোনি।

এত না পাওয়া নিয়েও আমি তোমার প্রেমে পড়ি বারবার, কোটিবার।