অভিযোগ নেই

অলংকরণ: আরাফাত করিম

তোমাকে ভাবতে গিয়ে দ্বিধায় পড়ি প্রতিনিয়ত
ভাবনাগুলো এলোমেলো হয়ে যায়।
আচ্ছা তুমি কি আদৌ জীবনের নিয়মে আছ,
শূন্যতাকে আঁকড়ে ধরে বেঁচে থাকা কি সম্ভব?
মিথ্যার আড়ালে চাপা পড়ে যায় যত সত্য।
আমার মৃত্যু হয়ে গেছে; সম্পর্কে ফাটল ধরে
দীর্ঘ দেয়াল নীরবে দিয়েছে উঁকি।

ব্যর্থ জীবনে বেঁচে থাকার ছক কাটি অনিশ্চিত,
দিন শেষে পথ হারিয়ে ফেলি চিরচেনা আঙিনায়।
তবে শূন্যতাই হোক জয়ের লক্ষ্য,
যদি হেরে যাই এ যাত্রায়, অভিযোগ রইল না কিছু
জেনে রেখো মানুষ বারবার থেমে যায়; প্রতীক্ষার প্রহর গোনে।