অনুভূতিশূন্য প্রাণ

অলংকরণ: মাসুক হেলাল

এখন আর কোনো স্বপ্ন দেখি না
ঠুনকো কাচের মতো করে হঠাৎ ঝনঝন শব্দে
স্বপ্নগুলো ভেঙে যাওয়ার ভয়ে।
তেমন আস্থা কিংবা আশাও পুষি না মনে
আচমকাই কোনো ঝড়ের তাণ্ডবে
নিরাশার অন্ধকারে ডুবে মরে যাবে ভেবে।
অভিমান ও অনুযোগও নেই আর
জানি, আমার মান ভাঙানোর দায় নেই করোই,
সময় নেই অনুযোগ শোনার।
এখন আমি অনুভূতিশূন্য বিরস এক প্রাণ!
সুখে অথবা দুঃখে উল্লাস কিংবা আক্ষেপ করি না
বিষণ্নতায় নিশ্চুপ হয়ে বাঁচার তাগিদেই বেঁচে থাকি।