নূপুরের ধ্বনি
মাঝে মাঝে এখনো শুনি—
শৈশবের স্মৃতিবিজড়িত নূপুরের ধ্বনি–প্রতিধ্বনি
কখনো–সখনো মনের অজান্তে ভেসে আসে নিক্বণ
ছন্দময় হয়ে ওঠে মধুময় স্বপ্নের মুহূর্তগুলো।
হাতড়ে রোমন্থন করতে থাকি—
ঝাপসা মলিন ধুলোয় আস্তরিত বয়োবৃদ্ধ স্বপ্ন
কখনো সহাস্যে বদন কখনো অশ্রুবিজড়িত আস্য
কর্ণকুহরে বেজে ওঠে রিনিঝিনি সে মলের বাদ্য।
নিদ্রিত দু’নয়ন সদা জাগ্রত—
ভবিতব্য পরিধি এসে ভুলিয়ে দেয় অতীত
আহ্লাদের পরিসীমা ক্ষীণ থেকে ক্ষীণতর হয়
ম্লান হ্রাস স্তমিত হয়ে আসে নূপুরের সে ধ্বনি।