বন্ধুসভার প্রতিষ্ঠাবার্ষিকীতে পরিবেশবান্ধব উদ্যোগ

অংশগ্রহণকারীদের উপহার দেওয়া হয় কাগজের তৈরি আইডি কার্ড, চাবির রিং, প্যাড খাতা ও কলমছবি: দীপু মালাকার

পরিবেশদূষণ বর্তমানে অসহনীয় মাত্রায় পৌঁছেছে। নানাভাবে দূষিত হচ্ছে চারপাশ। এর মধ্যে অন্যতম একটি হলো প্লাস্টিক দূষণ। আমাদের প্রাত্যহিক জীবন প্লাস্টিকপণ্য ছাড়া যেন কল্পনাই করতে পারি না। লেখার কলম থেকে শুরু করে ছোট-বড় প্রায় সব কাজে প্লাস্টিকের ব্যবহারের আধিক্য, যা পরবর্তী সময়ে পরিবেশের ওপর ব্যাপক ক্ষতিকর প্রভাব ফেলে।

প্লাস্টিকের পণ্য ব্যবহারে বন্ধুদের নিরুৎসাহিত করতে ব্যতিক্রমী এক উদ্যোগ দেখা গেল প্রথম আলো বন্ধুসভার ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে। ‘তরুণোদয়ের নতুন আলোয়’ স্লোগানে রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে নানামুখী আয়োজনে দিনটিকে উদ্‌যাপন করা হয়।

মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন থেকে শুরু করে দুর্নীতিবিরোধী শপথবাক্য পাঠ, সেরা বন্ধুসভা সম্মাননা, সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও বন্ধুসভার বন্ধুদের জন্য ছিল অসংখ্য উপহার। আগে থেকেই পরিকল্পনা ছিল অনুষ্ঠানে যথাসম্ভব প্লাস্টিকপণ্যের ব্যবহার বর্জন করা। তাই অংশগ্রহণকারীদের উপহার দেওয়া হয় কাগজের তৈরি আইডি কার্ড, চাবির রিং, প্যাড খাতা ও কলম, যা পরিবেশবান্ধব, সহজেই মাটির সঙ্গে মিশে যায়।

জন্মলগ্ন থেকেই বৃক্ষরোপণ, টেকসই উন্নয়নবিষয়ক কর্মশালা ও পরিবেশ রক্ষার কার্যক্রমকে প্রাধান্য দিয়ে আসছে বন্ধুসভা। এরই ধারাবাহিকতায় পরিবেশের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে এ উদ্যোগ। বন্ধুরা বিশ্বাস করেন, এ ধরনের ইতিবাচক কার্যক্রমের মাধ্যমেই পরিবেশবান্ধব কাজগুলো ছড়িয়ে পড়বে শহর থেকে গ্রামান্তরে। পাশাপাশি পরবর্তী প্রজন্মকে একটি সুস্থ, সুন্দর ও প্লাস্টিকমুক্ত পৃথিবী গড়ে দিতে পারবেন, যা টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বন্ধু, ঢাকা মহানগর বন্ধুসভা