নদীর কাছে গিয়েছিলাম দুঃখ নিয়ে মনে,
বলল নদী, কিছু সময় কাটাও আমার সনে।
মানবসমাজ কেউ বোঝে না আমার দুঃখ হায়!
থামিয়ে দিল চলার পথ, পরাণ ফেটে যায়।
মলমূত্র, আবর্জনায় ভরিয়ে দিল বুক
দুই ধারেতে ভরাট মাটি, কেড়ে নিল সুখ।
অট্টালিকা গড়ে তাঁরা থাকবে জীবনভর
যেথায়–সেথায় উঠছে জেগে আমার বালুচর।
খনন করার নামে ওরা কোটি টাকা লুটে
জীর্ণ শরীর নিয়ে আমি কোথায় যাব ছুটে?
মরা নদী বলে আবার ওরাই কষ্ট দেয়
নোংরা জলের দুর্গন্ধে নাকে রুমাল দেয়।
প্রকৃতি আজ হুমকিতে, একটা কিছু করো
সারা বিশ্বে নদীর কথা তোমরা তুলে ধরো।
নদীর কথা শুনে আমার দুঃখ গেল উড়ে
নদীর চেয়ে ভালো আছি বলি সুরে সুরে।