গল্পে ফিরো না আর

অলংকরণ: তুলি

অপেক্ষারা আহত পাখি হয়ে ফিরে গেছে
কখনো ডাকবে না কদমগাছের নিচে
অবজ্ঞা–অবহেলায় যে ছুঁয়েছিল বৃষ্টির নাম
সহজে ছেড়ে গেছে সে;
আর দেখা না হোক,
চেনা রাস্তা অচেনা হয়ে যাক
ভুলে যাওয়া রোগে স্মৃতিরা হারাক
ভোরের মৌ ফুলের ভিড়ে
না আসুক ফিরে
মুঠো আলগা গল্প না হয় অপূর্ণ থাক।