আমি যদি পাখি হতাম
আমি যদি পাখি হতাম থাকত দুটি ডানা
দেশ বিদেশে উড়ে যেতাম কেউ দিত না মানা।
নীল আকাশে পাখা মেলে উড়ে যেতাম দূরে
ইচ্ছে হলে এই শহরে আবার আসতাম ঘুরে।
মাঠের পরে মাঠ পেরিয়ে নদীর পরে নদী
ইচ্ছে হলে নীল আকাশে উড়তাম নিরবধি।
শাপলা ফোটা কাজল বিলে উড়ে যেতাম কভু
কত সুন্দর এই ধরণী সাজালেন মোর প্রভু!
ক্লান্ত হলে গাছের ডালে চুপটি করে বসে
ক্ষুধা-তৃষ্ণা মিটিয়ে নিতাম পাকা ফলের রসে।
সন্ধ্যা হলে যেথায় থাকি ফিরে যেতাম নীড়ে
সাত সকালে কিচির মিচির ডেকে উঠতাম ধীরে।