জীবন মানেই যুদ্ধ
জন্ম হতে মৃত্যু অবধি
জীবন অঘোষিত যুদ্ধের নাম,
সহজ নয়তো জীবনের পথ
অজানা বিস্ময়ে গড়া ধরাধাম।
জীবন ভরা শুধু চাওয়া পাওয়া
কী বা পেলাম, কী হারালাম,
কভু জীবনের মূল্য হয় না তুল্য
মরণে যার রয় না দাম।
জন্ম হতে শুরু জীবনযুদ্ধ
যেন প্রকৃতির লীলাখেলা,
হাঁটতে শেখায় আঁছড়ে পড়া
এই জীবনের পথচলা।
কখনো কারও থেমে যাওয়া
হেরে যাওয়া কভু নয়,
যেখানে রয়েছে থেমে যাওয়া
শুরুটাও সেখানেই রয়।