মশারির ভেতরে গোলাপ
মশারির ভেতরে গোলাপ
তোমার বালিশে রক্তের দাগ কেন?
রাতে ভালো ঘুম হয়নি বুঝি
স্বপ্নে তোমার বুকে, হাত বাড়াইনি কেন জানো?
তোমার জন্য লিপস্টিক কিনতে গিয়ে
আমি একটা কেটে যাওয়া ঘুড়ির পিছু নিয়েছিলাম
এরপর ঘুড়ির পেছনে ছুটতে ছুটতে
দিকশূন্যপুরে পঙ্খীরাজ ঘোড়ায় চড়ে
কোথায় যেন হারিয়ে গিয়েছিলাম
তোমাকে ভুলিনি মোটেই
বুকের গন্ধ, কাঁটার ব্যথা আমি আর কোথায় পাব বলো
রক্তক্ষরণে এই দেখো, আজ আবার সকাল হলো
চলো, নতুন করে দুজনে পাখির কূজনে আবার ফুঁটি
উনুনে সেঁকে পোড়া রুটি ভাগ করে নেব জমিন আর আসমানে