জমাটবাঁধা অন্ধকার
রাত্রি তার গাঢ় চাদরে ঢেকে দেয় শহরের প্রতিটি শ্বাস।
আলোহীন জানালা থেকে
কেবল এক অদ্ভুত নীরবতা ঝুলে আছে।
জমাটবাঁধা অন্ধকারে গুমরে ওঠে
অচেনা ভয়ের স্পন্দন।
কোথাও যেন কারও পায়ের আওয়াজ,
কিন্তু নেই কোনো দিকনির্দেশ।
সময়ের গতি থেমে গেছে
কেবল নিঃসাড় শূন্যতার মাঝেও
একটি চাপা আহ্বান,
যেন কেউ বলতে চায়,
‘এই অন্ধকারই তোমার পরিচয়।’
রাতের গভীরতা আরও বেড়ে যায়।
এখানে কোনো প্রান্ত নেই,
শুধু এক অন্তহীন অন্ধকার,
যা গিলে খায় আলো, জীবন, স্বপ্ন
সবকিছু।