একনজরে এশিয়া কাপের যত রেকর্ড

২০১৮ সালে স্মরণীয় এক জয় দিয়ে এশিয়া কাপ শুরু করেছিল বাংলাদেশ। এবারও কি পারবে?ছবি: এএফপি

ক্রিকেটে আইসিসি টুর্নামেন্টগুলোর বাইরে সবচেয়ে বড় ইভেন্ট এশিয়া কাপ। নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিতে লড়াইয়ে নামে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশের মতো পরাশক্তিগুলো। বিগত বছরগুলোয় নতুন পরাশক্তি হিসেবে আবির্ভাব ঘটেছে আফগানিস্তানেরও। দলগুলো ক্রিকেট–বিশ্বের অন্যতম সেরা হওয়ায় সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে এই টুর্নামেন্ট। পাঁচটি দলের বাইরে এ বছর প্রথমবারের মতো এশিয়া কাপে অংশ নিচ্ছে নেপাল।

১৯৮৪ সালে সংযুক্ত আরব আমিরাতে বসে এশিয়া কাপের প্রথম আসর। এরপর থেকে এখন পর্যন্ত ১৫টি আসর অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল ৩০ আগস্ট শুরু হতে যাওয়া আসরটি ১৬তম। সর্বাধিক সাতবার শিরোপা জিতেছে ভারত, শ্রীলঙ্কা ছয়বার এবং পাকিস্তান জিতেছে দুবার। এর বাইরে বাংলাদেশ তিনবার ফাইনালে উঠলেও চ্যাম্পিয়ন হতে পারেনি। ১৫টি সংস্করণের মধ্যে দুটি হয়েছে টি-টোয়েন্টি ফরম্যাটে, বাকিগুলো ওয়ানডে ফরম্যাটে। এ বছরও ওয়ানডে ফরম্যাটে অনুষ্ঠিত হচ্ছে।

২০২২ সালে এশিয়া কাপ শিরোপা নিয়ে শ্রীলঙ্কার রাস্তায় মোটর শোভাযাত্রায় শানাকারা
ছবি: এসএলসি

আগের ১৫টি আসরে দলীয় ও ব্যক্তিগতভাবে অসংখ্য রেকর্ড হয়েছে। চলুন, একনজরে দেখে নেওয়া যাক—

দলীয় রেকর্ড

সর্বোচ্চ স্কোর (দলীয়): পাকিস্তান ৩৮৫/৭, প্রতিপক্ষ বাংলাদেশ, এশিয়া কাপ ২০১০
সর্বনিম্ন স্কোর (দলীয়): বাংলাদেশ ৮৭/১০, প্রতিপক্ষ পাকিস্তান, এশিয়া কাপ ২০০০
বড় ব্যবধানে জয়: ভারত (১০ উইকেট ও ১৭০ বল হাতে রেখে), প্রতিপক্ষ শ্রীলঙ্কা, এশিয়া কাপ ১৯৮৪
সর্বনিম্ন ব্যবধানে জয়: পাকিস্তান (২ রান), প্রতিপক্ষ বাংলাদেশ, এশিয়া কাপ ২০১২

ব্যক্তিগত ব্যাটিং রেকর্ড

সর্বাধিক রান: সনাৎ জয়াসুরিয়া (শ্রীলঙ্কা, ১২২০ রান)
এক ইনিংসে সর্বোচ্চ স্কোর: বিরাট কোহলি (ভারত, ১৮৩ রান)
সর্বোচ্চ ব্যাটিং গড়: ফাওয়াদ আলম (পাকিস্তান, ২৫১.০০)
সর্বোচ্চ স্ট্রাইক রেট: সনাৎ জয়াসুরিয়া (শ্রীলঙ্কা, ১০২.৫২)
সর্বাধিক সেঞ্চুরি: সনাৎ জয়াসুরিয়া (শ্রীলঙ্কা, ৬টি)
সর্বাধিক ফিফটি: কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা, ১২টি)
সর্বাধিক শূন্য রানে আউট: রুবেল হোসেন (বাংলাদেশ, ৩ বার)
সর্বাধিক ছক্কা: শহীদ আফ্রিদি, (পাকিস্তান, ২৬টি)
এক ইনিংসে সর্বাধিক ছক্কা: সৌরভ গাঙ্গুলী (ভারত, ৭টি)
এক টুর্নামেন্টে সর্বাধিক রান: সনাৎ জয়াসুরিয়া (শ্রীলঙ্কা, ৩৭৮ রান)

এশিয়া কাপ শুরু হবে ৩০ আগস্ট
ছবি: এএফপি

ব্যক্তিগত বোলিং রেকর্ড

সর্বাধিক উইকেট: মুত্তিয়া মুরালিধরন (শ্রীলঙ্কা, ৩০টি)
সেরা বোলিং ফিগার: অজান্তা মেন্ডিস (শ্রীলঙ্কা, ১৩/৬)
সর্বাধিক ৫ উইকেট: লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা, ৩ বার)
এক টুর্নামেন্টে সর্বাধিক উইকেট: অজান্তা মেন্ডিস (শ্রীলঙ্কা, ১৭টি)

অন্যান্য রেকর্ড

সর্বাধিক ডিসমিসাল: মহেন্দ্র সিং ধোনি (ভারত, ৩৬টি)
এক ইনিংসে সর্বাধিক ডিসমিসাল: রমেশ কালুভিথারানা (শ্রীলঙ্কা, ৫টি)
এক টুর্নামেন্টে সর্বাধিক ডিসমিসাল: মহেন্দ্র সিং ধোনি (ভারত, ১২টি)
সর্বাধিক ক্যাচ: মাহেলা জয়াবর্ধনে (শ্রীলঙ্কা, ১৫টি)
এক ইনিংসে সর্বাধিক ক্যাচ: শিখর ধাওয়ান (ভারত, ৪টি)
এক টুর্নামেন্টে সর্বাধিক ক্যাচ: শিখর ধাওয়ান (ভারত, ৬টি)
সর্বোচ্চ জুটি: নাসির জামশেদ ও মোহাম্মদ হাফিজ (পাকিস্তান, ২২৪ রান), প্রতিপক্ষ, ভারত
খেলোয়াড় হিসেবে সর্বাধিক ম্যাচ: মাহেলা জয়াবর্ধনে (শ্রীলঙ্কা, ২৮টি)
অধিনায়ক হিসেবে সর্বাধিক ম্যাচ: মহেন্দ্র সিং ধোনি (ভারত, ১৪টি)

তথ্যসূত্র: ইএসপিএনক্রিকইনফো