অপূর্ণতার কাব্য
সন্ধ্যাতারা হারিয়ে গেছে
আঁধার রাত্রির আগমনে,
অগণিত কবিতা ক্ষয়প্রাপ্ত
কবি ও কবিতার দূরত্বের ভাঁজে।
মেঘরঙা সাদা কাশ ঝরে যায়
প্রেমসিক্ত শরতের বিদায়লগ্নে,
প্রবন্ধের লেখাগুলো অসমাপ্ত থাকে
প্রাবন্ধিকের নিরন্তন ব্যস্ততার কারণে।
মধুময় শৈশব হারিয়ে যায়
সময়ের ব্যবধানে,
ছোট-বড় গল্পগুলো অব্যক্ত থাকছে
গল্পকারের সময়ের অভাবে।
ভালোবাসার সম্পর্কের ইতি ঘটে
দায়িত্ব-যত্নের অভাবে,
সাহিত্যের রং ম্রিয়মান আজ
সাহিত্যিকের উপেক্ষা ও কর্মব্যস্ততার ভারে।