জীবন সাগরের ঢেউ
জীবনসাগরের ঢেউ একবার ভাঙে, আবার গড়ে—
তরঙ্গে ভাসে আশা, তলদেশে ডুবে বিষাদ।
আলো-আঁধারি মিলিয়ে গড়া দিনগুলো,
যেখানে স্বপ্নেরা আসে ধূসর মেঘের মতো।
জীবন কখনো মায়া, মাটির মূর্তি যেমন করুণাময়,
কখনো আবার নিরেট পাথর, কঠিন হাতে আঁকা চিহ্ন।
বাতাসের সঙ্গে বয়ে যায় জীবনের ফিসফাস,
কখনো মধুর, কখনো মেঘের গর্জনের মতো প্রবল।
মানুষ পথিক, নিরন্তর চলতে থাকা হাঁটার পথ,
ক্লান্তি ছুঁতে পারে না তার লক্ষ্যবিন্দু।
জীবন এক রংধনু—হাজার রঙের ছায়া,
তবু প্রতিটি রঙের মাঝে থাকে অদেখা বেদনার ছোঁয়া।