আমি দেখতে চাই
এই অশান্ত শ্বাপদসংকুল পথ বেয়ে যেতে চাই
দিগন্তহীন, ধোঁয়াশার রাজ্যে। অনাদিকাল—
তবু আমি চলতে চাই,
আমি ওই কৃষ্ণগহ্বরে ঝাঁপ দিতে চাই
অতঃপর তলিয়ে যেতে যেতে ঘুমোতে চাই
হঠাৎ হকচকিত হয়ে জাগতে চাই
চোখেমুখে ক্ষিপ্রতার তীব্রতা নিয়ে
আমি আবার ছুটতে চাই।
আমি দেখতে চাই
কতটা সময় পর মানুষ
কেবল শান্ত হয়।
কতটা আঘাত দিয়ে তবে
সহমর্মিতার সুগন্ধ
হৃদয় থেকে বের হয়!
আমি জানতে চাই
মানব মনের এত কাঠিন্য
কোথা থেকে অঙ্কুরিত উদ্গীরিত হয়?
আমি বুঝতে চাই
গাণ্ডিব নাকি মিসাইল ছুড়লে
সে স্থলে সুন্দর পুষ্প সৃষ্টি হয়।
আমি ত্রিজগতের আকাশ-বাতাস
ফুলিয়ে কাঁপিয়ে
ভয়ংকর ঘন কালো দূর করতে চাই।
আমি দেখতে চাই
আর কোন মানবের চোখে অশ্রু নাই
আছে চিরসুখের অনাবিল হাসি।