হেমন্তের নিমন্ত্রণ

চালনিতে ঢেঁকিতে গুঁড়ো করা চাল চালছেন এক মারমা নারী। এই চালের গুঁড়ো দিয়ে পিঠা তৈরি হবে। পানখাইয়াপাড়া, খাগড়াছড়িছবি: নীরব চৌধুরী

হলুদ বরণ ধানের শিষে-শিশির ঝরে রাতে,
গাছি মিয়া রসের হাঁড়ি নামায় হিমেল প্রাতে।
বিলে–ঝিলে পানি শুকায় কচুরি ফুল ফোটে,
দস্যিছেলে শিশির পায়ে গাঁয়ের মাঠে ছোটে।

নতুন ধানের পিঠাপুলি বানানোর চলে ধুম
পানসি চড়ে নাইওর আসে কৃষাণীর নাই ঘুম।
সরিষা মাঠে হলুদ খামে এল নিমন্ত্রণ,
বুকের মায়ায় সবুজ ছায়ায় এসো প্রিয়জন।