সুবোধ ঘুমিয়ে আছে

প্রতীকীছবি: আবদুস সালাম

সুবোধ ঘুমিয়ে আছে,
তাকে অনেক করে জাগাতে চাইলাম
সে জাগল না
জাগতে চাইল না এই বাংলায়
এদিকে কলিগুলোও আন্দোলনে সরব আছে
ওরা কিছুতেই ফুঁটবে না
দূরের সবুজ পাহাড়টার গা বেয়ে পলেস্তারার মতো
খসে পড়ছে সবুজের মোহনীয়তা
পাহাড়ও তার সৌন্দর্য হারাচ্ছে মানুষ নামক দানবের
বীভৎস রূপে
কবিতার মধ্যে ঢুকে পড়েছে বিষপোকা
কাটাকুটি করছে প্রেমের কবিতা
আমরাও ভাগ হয়ে গেছি,
তুমি পড়লে ওপার বাংলায়
আর আমি তোমার অপেক্ষায় এপারেই রয়ে গেছি
সুবোধ ঘুমিয়ে আছে কেউ কি আছ তাকে
আবারও নতুন করে জাগিয়ে দেবার
আবারও শিল্পকলা, থিয়েটার,
শহীদ মিনার ও স্মৃতিসৌধকে পুরোনো চেতনায়
ফিরিয়ে দেবার।