অণুকাব্য

অণুকাব্য

এক.
শীতল পরশ বুলিয়ে দিলে
আমার হৃদয় মাঝে,
ভালোবাসার রং ছড়ালে
সকাল, সন্ধ্যা-সাঁঝে।

দুই.
আমার কি আর বয়স আছে
এখন আগের মতো,
ভালোবাসার ফুল ফোটাব
আজও শত শত।

তিন.
তোমায় নিয়ে কবিতা লিখে
এখন কাটাই সারা বেলা,
ফাগুন-বসন্ত সব ফিকে আজ
সয়ে, নীরব অবহেলা...

চার.
ঘুণ ধরেছে হৃদয় মাঝে
বুঝবে তুমি যেদিন
হারিয়ে যাব রূপ সাগরে
খুঁজবে ঠিকই সেদিন।

পাঁচ.
তোমায় নিয়ে স্বপ্ন বুনে
হব চড়ুই পাখি
সকাল সন্ধ্যা সকল কাজে
কুহু স্বরে ডাকি।

ছয়.
আকাশে নীল রঙের আভা
মিষ্টি মাখা চাঁদ
গগনজুড়েই মেঘ জমেছে
বড্ড বাজিমাত।