বিচ্ছেদ

পরস্পরের প্রতি অবিশ্বাস থেকেও বিচ্ছেদ হয়অলংকরণ: মাসুক হেলাল

একটি সম্পর্ক বিচ্ছেদের পর, আমি কেবল একটি বন্ধ নাম্বারেই কল কানেক্ট করার চেষ্টা করেছি লক্ষাধিকবার।

সেই দিনের কথা কখনোই ভুলে থাকতে পারছি না। যেদিন আমাকে আজীবন আগলে রাখার প্রতিশ্রূতি দেওয়া মানুষটি চোখের পলকেই অদৃশ্য হয়ে গেল।

সেদিনের কথা কখনোই ভুলব না; যেদিন আমার নিশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো শীতল কান্নার অনুভূতি তাঁর কোমল হৃদয় স্পর্শ করতে পারেনি।

বিচ্ছেদ শব্দটি মধুর এবং খুবই রসাল। যে রসের মায়ায় আসক্ত হাজারো হৃদয়বিদারক আত্মার আর্তনাদে কালো তিমির গুছিয়ে সূর্যের আবছা কিরণ ঝলমলিয়ে সকাল সাজে। সারা দিনের ক্লান্তি গুছিয়ে যখন গোধূলিস্নাত সন্ধ্যা সাজে, ঠিক তখনই, হ্যাঁ ঠিক তখনই বিচ্ছেদের বিষাদমাখা গল্পগুলো মস্তিষ্কের স্নায়ুকোষে ভেসে আসে।

এভাবেই এপারের মানুষগুলো মানসিক রোগী হয়ে রাত্রি যাপন করে। আর ওপারের স্নিগ্ধ মায়ায় জড়িয়ে মানসিক রোগী বানিয়ে দেওয়া মানুষগুলো লেপের কোমলতায় আপনার শূন্যতা পুষিয়ে রাত্রি যাপনে ব্যস্ত হয়ে পড়ে।

বিচ্ছেদের গন্ধ ও অনুভূতি খুবই তীব্র এবং জঘন্য। যা মেনে নেওয়া বা সহ্য করার ক্ষমতা পৃথিবীর কোনো আত্মাই রাখে না।

একটি বিচ্ছেদের ইতিকথা রচনা করতে গিয়ে এটাই প্রত্যাশা করি, ভালো সম্পর্কে বা ভালো বন্ধুত্বে কিংবা ভালোবাসায় আমার শত্রুরও যেন বিচ্ছেদ না হোক। কখনোই না হোক। ভালোবাসায় লেপ্টে থাকুক পৃথিবীর প্রতিটি কোমল প্রাণের স্নিগ্ধ আত্মার সম্পর্কগুলো।

শিক্ষার্থী, চট্টগ্রাম কলেজ