পরগাছা

অলংকরণ: আরাফাত করিম

আলমিরাতে রাখা পুরোনো শার্টে
এখনো রয়ে গেছে ঘামের গন্ধ
ঘাম ঝরা শ্রমের টাকায় কিনেছি
সংসারজীবনের সুখ আনন্দ।
কিবা দিবস কিবা নিশি রাত্রি
বেহিসাবি জীবন চলার যাত্রী
পথে পথে এসেছে যত বাধাবিপত্তি
দুমড়েমুচড়ে করেছি নিষ্পত্তি।

মরণপণ প্রতিজ্ঞা ছিল মনে মনে
নির্ভিক সৈনিক আমি জীবনযুদ্ধে
ডাল তলোয়ার ছিল না সাথে
জয়ের মালা এনেছি হাতে।
ভরা নদীর বুকে পড়ল চর
সবার কাছে হয়ে গেলাম পর
সবার অবজ্ঞার দৃষ্টিতে মর মর
কোথায় হারাল আমার সুখের ঘর?
সামনে পেছনে তাকিয়ে দেখি
সব হারিয়ে ক্লান্ত শ্রান্ত নির্বোধ আমি
শক্তিহীন রিক্ত নিঃস্ব দেহ খানি
পরগাছা হয়ে বেঁচে আছি।