অপু বলল ব্রাজিলের মতো
শক্ত দল নেই আর,
শিরোপা জিততে প্রস্তুত
বাহিনী নেইমার।
আবু সাঈদ আর্জেন্টিনা
আস্থা আকাশি সাদাতে,
মেসির দল তৈরি নাকি
প্রতিপক্ষকে কাঁদাতে।
অভিষেকের এক কথা
সহজে কি হার মানি,
তাইতো আমার প্রিয় দল
লড়াকু জার্মানি।
চলছে এখন বাগ্যুদ্ধ
যাচ্ছে বেড়ে উত্তাপ,
শুরু হলো জমজমাট
ফুটবল বিশ্বকাপ।