বৃষ্টি
বৃষ্টি তুমি তাহার কাছে সুখের–বেদনার, তবে কেন আমার কাছে শুধুই বেদনার? বৃষ্টি তুমি তার কাছে গ্রিল থেকে হাত বাড়িয়ে দেওয়া হাত, তবে কেন আমার কাছে এক যুগের কান্না করার রাত? বৃষ্টি তুমি কারও কাছে ড্রয়িংরুমে রাখা খিচুড়ির প্লেট, কেন শুধু আমার কাছে অপেক্ষায় থাকা অশ্রুসহ শূন্য প্লেট! বৃষ্টি কি শুধু লুকাতে পারে অশ্রু? আবার হয়তো পারে লুকাতে মনের কোঠায় আটকে থাকা বস্তু।
এই যে স্বস্তির বৃষ্টি এল হাঁকডাক দিয়ে পুরো শহর জানিয়ে, বৃষ্টি কি পারবে আমার বিষণ্নতা দিতে মুছে? সকল প্রকার বৃষ্টি ভূপৃষ্ঠ অবধি পৌঁছায় না। তবে কি আমার অনুভূতিও তাহার কাছে পৌঁছাবে না? শুকনা বাতাসের মধ্য দিয়ে পরার সময় কিছু বৃষ্টির বিন্দু শুকিয়ে যায়। কামনা একটাই যেন তোমার স্মৃতি আমার হৃদয়ে আজীবন থেকে যায়! বৃষ্টির জন্য প্রথমেই দরকার জলীয় বাষ্প! আমার জন্য দরকার তোমার সঙ্গে কাটানো কিছু মুহূর্ত। বৃষ্টির পানিতে যদি নেভানো যেত ক্রোধের আগুন! আমার জীবনে আসত তখন বসন্তের ফাগুন।
কার্যনির্বাহী সদস্য, কেরানীগঞ্জ বন্ধুসভা