হৃদয় ভাঙার গান

মন খারাপ মানেই বিষণ্নতা নয়, প্রতীকী ছবিসংগৃহীত

প্রতিনিয়ত শুনি হৃদয় ভাঙার শব্দ
বাঁশের বাঁশিতে শুনি করুণ কান্নার সুর
পায়েলের ঝংকারে তছনছ হয় মন কুঠির
অট্টহাসি থেকে বেরিয়ে আসে
ভয়ানক আওয়াজ—
পথের ধুলাবালু পাগল হয়ে ওঠে
দুচোখ ঝাপসা করে দিতে,
সাবধানে পথ চলতে চেষ্টা করেছি বহুবার
কাস্তের দানা আটকে দিয়েছে মাংসগুলো।
বালিশের মলাটে গড়িয়ে পড়ে অশ্রুজল
তন্দ্রাহীন চোখে সাঁতার কাটে দুঃস্বপ্নগুলো
জীবনটা ফুলের পাপড়ির মতো ঝরে পড়ে
মাটির বুক থেকে যেন আকুতি করে বলে
বাঁচতে চাই, আমাকে বাঁচাও
বড্ড ক্লান্ত সময়ের সঙ্গে যুদ্ধ করে,
আটকে যাচ্ছে জীবন–ঘড়ির চলন্ত কাঁটা,
শখের সাজানো তরি ভেসে গেছে—
দুঃখ নদীর শেষ সীমানায়।