‘তোমরা বল, ঈশ্বরের সবচেয়ে সুন্দর সৃষ্টি মানুষ,
আমি বলি, ঈশ্বরের সর্বোত্তম সুন্দর সৃষ্টি মৃত্যু।’
ফ্ল্যাপের এই পঙ্ক্তি থেকেই বোঝা যায়, কবি কয়লা সানজু তাঁর ‘বেদনার জায়নামাজ’ কাব্যগ্রন্থে কতটা দার্শনিক ও আধ্যাত্মিক চিন্তাভাবনা ফুটিয়ে তুলেছেন। বইটির প্রতিটি কবিতা একেকটা অনুভূতির প্রতিফলন। রিক্ততা, শূন্যতা, স্বপ্নভঙ্গ—সবকিছুকে ছাপিয়ে জীবন কীভাবে এগিয়ে যায়, কীভাবে এগিয়ে নিতে হয়, সেসবেরই একটা চমৎকার সম্মিলন রয়েছে বইটিতে।
উৎসর্গপত্রে কবি লিখেছেন, ‘মৃত্যু যার কপালে চুমু খেয়ে ফিরিয়ে দিয়েছে জীবনে! শেহরাজ তোমাকে এবং NICU–তে যারা ছিল তাদের প্রত্যেককে। যারা কেউ কেউ ফিরে গেছে ঘরে, কেউ বিশ্রাম নিতে গেছে কবরে।’
বাস্তবতার নিরিখে চমৎকারভাবে প্রতিটি কবিতা সাজানো। জীবনের পরতে পরতে ঘটে চলা অসংখ্য ঘাত–প্রতিঘাত কিংবা বিজয়ের গল্প। শূন্যতা–পূর্ণতা সব ছাপিয়ে শব্দমালা বুনেছেন কয়লা সানজু। আপনি প্রতিমুহূর্তে ডুবে যাবেন কল্পনায়, চেতনা–বিবেক জাগ্রত হবে কবিতাগুলো পাঠ করলে।
কাব্যগ্রন্থের প্রিয় কিছু লাইন—
মানুষ জীবিতদের থেকে মৃতকে বেশি ভালোবাসে,
বৃদ্ধাশ্রমে মাকে রেখে, লাশের মায়ায় ফুল নিয়ে আসে।
গতকাল পিঁপড়ে রানিকে খেয়েছে মুরগি।
আজ দশ দিন পর
মুরগির কলিজা দিয়ে ভাত খাচ্ছি আমি আর পিঁপড়া!
আমাকে খাওয়ার অপেক্ষায় আছে
কবরের ক্ষুধার্ত পোকারা।
এদিকে নেতারা
গদির পেছনে করে
রিজিকের ভাগ–বাঁটোয়ারা।
যারা বলে—
ভয় পাও, ভয় ফরজ
ওরা ভয় ছাড়া কোনো ফরজ মানে না।
এত জনকোলাহল আর তারাদের আকাশ;
ভিড়ের মাঝেও আমার একা বসবাস!
বিচ্ছেদ ঘোষণা দিয়া মানুষ আসলে ভালোবাসাই প্রচার করে।
অধিকার পাবার আগে, স্বাধীনতা পেতে হয়;
স্বাধীনতা দিতে কেন তোমাদের এত ভয়?
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির দিনে
সবচেয়ে সস্তায় পাওয়া যায় মানুষের জীবন!
প্রতিটি রঙিন পাখা সংগ্রামের গল্প বলে।
প্রতিটি প্রজাপতি ম্লান, সমাজের আবডালে।
যে জীবন সেজে ওঠে যন্ত্রণায়, বেদনায়,
সব রং মুছে এসে, মানুষের ঠিকানায়!
এক প্লেট ভাতের দাম—
Ten Million Views।
একটা গোটা দেশের দাম,
ফ্রিতে দেয়ার বায়না!
কবরের মতো অন্ধকারে যখন তলিয়ে যাচ্ছি,
প্রদীপ না জ্বেলে তখন তোমাকেই খুঁজছি!
বই পড়ুন, কবিতার বই হলে তো কথাই নেই। আপনার এলোমেলো মস্তিষ্ক ঢেলে সাজাবে, প্রশান্তি এনে দেবে। ‘বেদনার জায়নামাজ’ নিঃসন্দেহে একটা মাস্টারপিস কাব্যগ্রন্থ। একটা ভালো বই চাইলেই আপনার খারাপ সময়টা ভালো করে দিতে পারে মুহূর্তেই। লেখক কয়লা সানজু বইটিতে পাঠকসমাজকে আহ্বান জানিয়েছেন জীবনকে বুঝতে ও উপভোগ করতে।
একনজরে
বই: বেদনার জায়নামাজ
লেখক: কয়লা সানজু
ধরণ: কাব্যগ্রন্থ
প্রকাশনী: দূরবীণ
প্রকাশকাল: অমর একুশে বইমেলা ২০২৫
প্রচ্ছদ: আইয়ুব আল আমিন
মূল্য: ২৫০ টাকা
পৃষ্ঠাসংখ্যা: ৮০
সাধারণ সম্পাদক, গাইবান্ধা বন্ধুসভা