নিঃসঙ্গতা

নিঃসঙ্গতাছবি: সংগৃহীত

স্বপ্নহীন পরাস্ত চোখের পাপড়িগুলো অন্তর্জ্বালায় ঝুলে থাকে অনিদ্রায়
অমাবস্যার আঁধারে আকণ্ঠ পান করি চিরবিদায়ের গাঢ় শোক
এক পাঁজরভাঙা শূন্যতা গ্রাস করে গোধূলির ধূসরতায়।
জানি, পূর্ণ সূর্যগ্রহণে আকাশ ফুঁড়ে কখনো বের হয় না রৌদ্দুর।
তবু আলোর অপেক্ষায় প্রহরীর মতো দাঁড়িয়ে থাকি আঁধারের কার্নিশে।
বিষণ্ন ভগ্নহৃদয়টুকু ধুকধুক করে কেঁপে ওঠে
কান পাতলেই শুনতে পাই তার পদধ্বনি।
লোভনীয় মন ছুটতে থাকে দুরন্ত অশ্বারোহীর মতো।
বুক ফুঁড়ে বেরিয়ে আসে দীর্ঘশ্বাস।
এপাশ–ওপাশ করতে থাকি নিঃসঙ্গ বিবাগি শয্যায়
জমাটবদ্ধ কষ্টগুলো পুড়ে পুড়ে গলতে থাকে মোমের মতো।
অক্ষির ফোঁটা ফোঁটা জলতরঙ্গে শেওলার মতো ভাসতে থাকে কবিতার খাতা।
বইয়ের মলাটে বন্দী করি নিঃসঙ্গতা।