উদ্ভিদ

অলংকরণ: মাসুক হেলাল

অসুখ জড়িয়ে আসছে চারদিক থেকে
আর মাঝখানে মাটি ভেদ করে উঠতে চাইছে একটা উদ্ভিদ
এমন একটা সময়ে আমরা যদি পরস্পরকে কাছে নিই ডেকে
পাশে পাশে কাছে কাছে থাকাটাই তো উচিত
কিন্তু অসুখ ঘিরে ফেলছে চারদিক থেকে
থেকো না এমন সংক্রমণে বুকে হাত রেখে
ডেকো না এমন আশঙ্কার ত্রাসে মাথা রেখে
থেকো শুধু মনে মনে, দিনাবসানে, জমিনে, ছায়া ঢাকা আসমান
যেভাবে তুমি আমার
আমি তোমার খুঁটি পোতা ভিত।