মূকাভিনয় নিয়ে দক্ষিণ কোরিয়ায় মীর ও মৌসুমী

মীর লোকমান ও মৌসুমী মৌ

২৯ থেকে ৩১ জুলাই দক্ষিণ কোরিয়ার জুচাংয়ে অনুষ্ঠিত হবে ‘৩১তম এশিয়া একক পরিবেশনা উৎসব ২০২২’। এই উৎসবে মূকাভিনয় করার জন্য বাংলাদেশ থেকে আমন্ত্রণ পেয়েছেন মৌসুমী মৌ ও মীর লোকমান। দুজনই প্রথম আলো বন্ধুসভার সদস্য। ‘রঙ, রক্ত ও একটি চিৎকার’ শিরোনামের মূকাভিনয় প্রযোজনায় অভিনয় করবেন তাঁরা। এটির দুটি প্রদর্শনী হবে জুচাং, গ্যাংনামের ভিন্ন দুই মঞ্চে। এ উৎসবে ভারত, তুরস্ক, জাপান, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশের শিল্পীরা অংশ নেবেন।

মঞ্চ ও টেলিভিশন—দুই মাধ্যমেই সময়ের অন্যতম সেরা উপস্থাপক মৌসুমী মৌ। উপস্থাপনার পাশাপাশি বর্তমানে অভিনয় জগতেও মুগ্ধতা ছড়াচ্ছেন তিনি। পাশাপাশি মৌসুমী একজন মূকাভিনয়শিল্পীও। মৌসুমৗ মৌ প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইনের ২৯তম ব্যাচের শিক্ষার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয় মাইম অ্যাকশনের জ্যেষ্ঠ সহসভাপতি ছিলেন।

মীর লোকমান ঢাকা বিশ্ববিদ্যালয় মাইম অ্যাকশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমানে ইনস্টিটিউট অব মাইম অ্যান্ড মুভমেন্টের পরিচালক। মৌসুমী ও মীর লোকমান ২০১৬ সালে ভারতের হরিয়ানা রাজ্যের ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটি আয়োজিত আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসবে মূকাভিনয়ে চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় দলের সদস্য।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন স্টাডিজ বিভাগ থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন মৌসুমী মৌ। বর্তমানে তিনি প্রথম আলো বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদের নির্বাহী সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে মীর লোকমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগ থেকে স্নাতকোত্তর শেষ করে বর্তমানে একটি আন্তর্জাতিক বেসরকারি সংস্থায় কর্মরত আছেন।