দেখেছি গোলাপ, কণ্টকি ফুল তবু পরিমল।
খুঁজে নেয় নিজ পথ ছড়ানো সে বাদলের জল।
বলো তবে, তুমি কেন দুঃখ পেলে?
আমি তো দেখেছি, পাখিরা বিষাদেও ডানা মেলে।
দেখেছি গতিপথে ভেঙে যায় কত শত নদী।
তবু থেমেছে কি সেই স্রোত? ছুটেছে নিরবধি।
বলো তবে, তুমি কেন থেমে গেলে?
আমি তো দেখেছি, সময় অবিরাম ছুটে চলে।
আমি দেখিনি কভু সত্যের হার নিখিল ভুবনে।
ভেঙে ফেলে বেষ্টন জেগে ওঠে সমুচিত ক্ষণে।
বলো তবে, আজ তুমি দুর্বল কেন?
দেখাও মোদের রক্তে সাহস থামেনি এখনো।