অণুকাব্য

অণুকাব্য

বেদখল

আকাশটুকু কিনতে চাইলাম
আমার চোখের দামে
দলিলপত্র ঘেঁটে দেখি
অন্য কারও নামে!

বিসর্জন

চিবুকজুড়ে
কার শত ডাক
মরা নদীর মতো
আমায় তোমায়
তোমায় আমায়
বিসর্জনের মতো!

প্রশ্নবোধক

চলে গেলে বলে গেলে না
থেকে গেলে জানান দিলে না!

স্বভাব

ভাতশালিকের
দু চোখেতে
ভাতের বড়ই
অভাব
সাদা ভাতেও
মন বসে না
এঁটো ভাতে
স্বভাব।

হেমলক

মানো না মানো তোমার ব্যাপার
আমি পিরামিডে সূর্য নামাব
তুমি পোড়ো জ্বলো ছাড়খার হও
তবুও বৃষ্টি থামাব।