অপরাজিতা

অলংকরণ: তুলি

আজ চলো হারিয়ে যাই
আমি, তুমি আর একগুচ্ছ নীল অপরাজিতা
কিছু বেলীর সুঘ্রাণ একরাশ প্রেমানুভূতি!
কিছু স্বপ্নের আবেশ ছোঁয়া স্নিগ্ধক্ষণ রোদেলা দিনের
আকাঙ্ক্ষিত মধুক্ষণ সুখের আলাপচারিতা।
হেঁটে যাব চিরল ঘাসে ভাবনার আদলে
কুয়াশাভেজা লাল গোলাপের পাপড়ি ধুয়ে
পান করব গোলাপজলের অমৃত,
খুনসুটিতে বুনব দুজন মাকড়সার সুতীক্ষ্ণ জাল
বসন্তের পুষ্পবৃষ্টি হবে মধুচন্দ্রিমায়!
অপেক্ষার অবসানে গাইবে গান কোকিলা
আনন্দের বারি ঝরবে নেত্রধারায়।